সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

প্রণয়

 


প্রণয়

 নিলয় হাছান


উড়ন্ত প্রণয়ে শুধুই তৃপ্তির হ্যাংওভার

প্রেম! এ যুগে.?

সে তো মাএই স্যারিডন মলম!

আমি-আপনি জেনে শুনেই করি গলাধঃকরন।


কোন এক শুভ দিনে,পুষ্পের আদান-প্রদানে

গায়ে মেখে নেই প্রেমের বায়ু!

অন্তরে.? না ওটা নিছক মম গলানো মিথ্যা।


গোপনে গোপনে কিছু দূর চলে প্রেমের নৌকা

বিশেষ এক দিনে...

প্রেমিকের অনেক কথার ছলাকলে!

ল্যাবে এসে অনুভব করে ক্যামেষ্টির জারন ক্রিয়া।


চলে এভাবে আজকে,কালকে!

হঠাৎ একদিন তপ্ত দুপুর বেলায়

চিলেকোঠার উপর থেকে রোদ নেমে এলো;

ঘোর অমানিশা।


রিপোর্ট হাতে, নগ্ন গোলাপের জন্ম হবে!

মাথায় আগ্নেয়গিরির লাভা,

কোথায় আমায় ছলাকলে মাতাল করা ভ্রমরা!

গোপন কথা বেশি দিন থাকে না ঢাকা

বায়ু তো! তাই না.?

এ ওর কানে কানে ফিসফিস করে বলছে,

ও আচ্ছা,ঐ মেয়েটা.?

সে তো একটা গনিকা..!


বাহ!রে একি প্রণয়ের উপাধি.?

অত:পর প্রেমিকা পুড়ে মরে চিলেকোঠরে

মাঝখান দিয়ে প্রেমিক;

মুখে হাসির রেখা ফুটিয়ে তৃপ্তির ঠেকর তোলে।


মিরপুর-১২,ঢাকা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ