সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

ডোনেশন করুন

 



ছাইলিপি একটি তারুণ্য নির্ভর সাহিত্য অনলাইন সাহিত্য সাময়িকী। যার সম্পাদক ও প্রকাশক একজন তরুণ-নবীন লেখক। শুরুতে ছাইলিপির যাত্রা শুরু হয়েছিলো সম্পাদকের লেখা প্রকাশের মাধ্যমে। তবে সম্পাদকের চিন্তা প্রসার হয়, তিনি ভাবতে থাকেন ছাইলিপি হতে পারে তার আশেপাশের সাহিত্য প্রিয় মানুষদের লেখালিখির প্লাটফর্ম। যেই চিন্তা সেই কাজ। শুরুতে এমন উদ্দ্যেশ্য নিয়ে ছাইলিপির যাত্রা শুরু হলেও।ছাইলিপি এগিয়ে যাচ্ছে দিন দিন৷ পৌছে গিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান রত মানুষের কাছে৷ পশ্চিমবঙ্গের অনেকেই লিখছেন ছাইলিপিতে৷ ছাইলিপি লেখকদের লেখা সযন্তে প্রকাশ করছে৷ ছাইলিপি এখন বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে একটি জনপ্রিয় সাহিত্য ম্যাগাজিন হয়ে উঠছে৷ 

সম্পাদকের দূরদর্শিতায় ছাইলিপি প্রতিনিয়ত নিয়ে আসছে নতুন সংযোজন। একজন স্বপ্নবাজ তরুণ স্বপ্ন দেখেন ছাইলিপিকে নিয়ে। এই স্বপ্নের অংশীদারি আপনিও হতে পারেন। 

ছাইলিপি দিন দিন এগিয়ে যাচ্ছে৷ তবে ছাইলিপির সম্পাদক কিছুটা হলেও বিপাকে পড়েছেন ডোমেইন হোস্টিং এর মেয়াদ নিয়ে। ডোমেইন হোস্টিং নবায়ন করতে যে অর্থের প্রয়োজন সেটি সম্পাদকের একার পক্ষে বহণ করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।

 

প্রতি বছর আমাদের যে খরচ গুলো বহন করতে হয় তা হলো-

১. ডোমেইন হোস্টিং= ৩৫০০ টাকা। 

২. থিম = ১০০০ টাকা। 

সর্বমোট খরচ- ৪৫০০ টাকা

এই খরচ গুলো সম্পাদকের একাই বহন করতে হয়। যেটি মোটামুটি দুঃসাধ্য ব্যাপার। 

ছাইলিপির সাহিত্যপ্রিয় পাঠক/দর্শনার্থী/শুভাকাঙ্ক্ষীরা ডোনেট করতে পারেন।ধন্যবাদ !

কোন প্রতিষ্ঠান যদি ছাইলিপিকে স্পন্সর করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

ডোনেট করতে-

বাংলাদেশ থেকে যারা ডোনেট করতে চান-

বিকাশ- 01703689295 নম্বরে  'Send Money' অপশন থেকে আপনার সাধ্যমত ডোনেট করুন। Reference Option এ লিখুন "Chailipi Donate"

নগদ- 01703689295 নম্বরে সেন্ড মানি অপশন থেকে আপনার সাধ্যমত ডোনেট করুন । Reference Option এ লিখুন- "Chailipi Donate"

 

ভারত থেকে যারা ডোনেট করতে চান-

ভারত থেকে যারা ডোনেট করতে চান তারা Zigo pay (zigopay.in) এর মাধ্যমে ডোনেট করতে পারেন।

Zigo Pay থেকে টাকা পাঠানোর নিয়ম জানুন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ