সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতা- করমর্দনের পর ঈশ্বর বললেন

 

অনিরুদ্ধ আলি আকতার

মেধা চুইয়ে যে রক্ত ঝরে ওকে  বৃষ্টি ভাবতে পারো।
ঝরে পড়া ফুলে যে কান্না শুয়ে থাকে ওকে আনন্দ লহরী বলত পারো।
হাতের মুঠোয় যে আগুন থাকে তাকে প্রেম বললেও ক্ষতি নেই।
তবে, প‍্যান্টুলুন পরা জাদুকরেরর জাদুদণ্ডটাকে মেরুদণ্ড ভেবো না কখনো।

ক‍্যারাভানের মতো হাঁটতে হাঁটতে জান্নাত চেয়ে নিও।
ন'মাস অন্ধকারে কাটিয়ে গোলাপ হাতে ভূমি প্রণাম করো।
রাস্তার ঘুমানো শিশুটাকে একমুঠো ভাত দিও।
তবে, ঘিলুটাকে বন্ধক রেখে কখনো জন্মান্তর চেয়ো না।
দেখবে, তোমার আমার ঠিকই দেখা হবে আগামী ভোরে।

 
কলেজ শিক্ষক, 
পশ্চিমবঙ্গ , ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ