অনঞ্জন
বিষণ্ণ সময়ের অন্তরে যে আগুন থাকে
তার মায়াময় লাবণ্য আমাকে পোড়ায়,
তমসাকে বাঙময় হতে দেখে প্রশ্ন জাগে-
স্তব্ধতার এই প্রতিধ্বনির আয়ু কত?
দীর্ঘশ্বাস দীর্ঘতর হবে, নাকি সময়
তার লুকিয়ে রাখা লাবণ্যকে আছড়ে ফেলবে,
আর ফোয়ারার মতো আলোয় ভরে যাবে
দশদিক, শাশ্বত একটি ফুৎকারে ভাঙবে রাত্রি?
আমি দেখি এ-নগরীর পাতাল-মত্ততা,
শব্দ দিয়ে ব্রহ্মকে আড়াল করার খেলা,
সত্যকে নিষিদ্ধ দেখে আলোর পুনর্জন্মে
সন্দিগ্ধ হই; দর্পণের সামনে নগ্ন দেখি
নিজেকে, উড়ে আসা হাওয়ায় খেলাপি কথা,
এই অতিকায় রাত আর ঝুলন্ত শূন্য
চেটে নেয় সব লাবণ্য, দিগন্তে ছড়ায়
অঙ্গারের লাভাস্রোত, এ সময়ের দাপটে।
অনঞ্জন চট্টোপাধ্যায়
১৭৯ শান্তিপল্লী, কসবা
কলকাতা-৭০০১০৭
প্রিয় পাঠক , কবিতাটি আপনার কেমন লাগলো? কমেন্টে জানাতে ভুলবেন না । এছাড়াও আমাদের ওয়েবজিন থেকে পড়তে পারেন- প্রেমের কবিতা (Premer Kobita) ভালোবাসার কবিতা (Valobashar Kobita)রোমান্টিক কবিতা (Romantic Kobita)বৃষ্টির কবিতা (Brishtir Kobita)বসন্তের কবিতা (Boshonter Kobita) মানুষ কবিতা (Manush Kobita) ইমেইল করুন- chailipimagazine@gmail.com
0 মন্তব্যসমূহ