সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতা - যাদুকর



সাবানা পারভিন

গভীর রাতে এক যাদুকর অন্ধকারের ঝুলি থেকে
বিবিধ স্বপ্ন বের করে করে বিস্মিত করে শুধু চারিদিক।
সকলেই প্রায় চেনে আসল মুক্তো ,
তাৎক্ষণিক চমকে তবু মন ভিড়িয়ে
সকলে ভেসে যায় মায়ার সমুদ্রে ।
পটভুমিতে কৃত্রিম আলোর গানে যখন
সব মোতি আসল হয়ে যায় তারায় তারায় ,
জাদুকরের ঝুলির ভিতর তখন খিলখিলিয়ে ওঠে
গাঢ় অন্ধকার ।
আঁধারের আলোয় ঝলসে ওঠে জাদুকরের দুটো মুখ ।
আর বাইরের আস্তরণে জমে ওঠা ধুলোয়
লুটোপুটি খেতে থাকে হাত-পা বাঁধা নীরব ভূখণ্ড



উত্তর প্রদেশ, ভারত ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ