সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

একটি অসমাপ্ত সাক্ষাৎকার



সু শা ন্ত  হা ল দা র 

আগে স্বপ্ন দেখতাম 
এখন দেখি না, কারণ 
মৃতদের কবরে আমার-ই নামে নামাঙ্কিত ফলক

যদি বলেন- কাউকে ভালোবাসেন?
আগে বাসতাম,এখন বাসি না;কারণ 
করাত কলে শুয়ে বিভোর কাঠ চেরাইয়ে 

কবিতার সাথে সম্পর্ক?
তেমনই আছে;নারী পুরুষের সঙ্গমের মত 
প্রণয় শেষে ছেড়ে গেলেও রেশ থাকে প্রতিনিয়ত 

জীবন নিয়ে সন্তুষ্ট? 
দুপুর বেলায় সূর্যাস্ত;এমনই পরিস্থিতিতে যদি বলেন
চমৎকার দিন
ম্যারিনেট সকালেই বটি কাবাব নিয়ে হাজির দাউদ ইব্রাহীম! 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ