সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

রবি রায়হান এর কয়েকটি কবিতা

 


ক্ষয়প্রাপ্ত মানবতা

জগদ্দল পাথরের নীচে চাপা সভ্যতা
ক্ষয়প্রাপ্ত মানবতা খাদের কিনারে,
সত্য, ন্যায় ও সততা নির্বাসিত দীপান্তরে
দুর্বলের হক মেরে খায় সবলের পেশীশক্তি,
নীতি ও নৈতিকতার অভিধান অচল
শরীরের তারে তারে দূষিত রক্ত নাচে,
অর্থশালীর প্রমোদতরীতে শ্যাম্পেনের ঢেউ
হরদম নেশায় উন্মাদ রমণী সম্ভোগে,
বায়োস্কোপে খুঁজে ফিরি পুরনো; ইতিহাস
বাংলার অতীত সভ্যতা স্বপ্নীল দর্পণে,
নিষ্পেষিত তনুমন আধুনিকতার ধর্ষণে
অর্থ ও নগ্নতা সভ্যতার উৎকৃষ্ট বাহন।

মধ্যবিত্তের প্রাণ বাঁধা দৈনতার শিকলে
নিষ্পেষিত আত্মমর্যাদা আজ যাঁতাকলে,
সুখের দুঃস্বপ্ন নির্ঘুমরাত চুমে আঁধারের যোনিতে
হতাশায় নিমজ্জিত আগামীর লালসূর্য্য,
সভ্যতার নগ্নতায় পোড়ে সহায় সম্বলহীন
স্বাধীনতার সুখ বিষাক্ত হুল ফোঁটায় পাঁজরে,
জঠর জ্বালায় জ্বলে রাক্ষুসী ক্ষুধার অম্লতায় 
ভাগ্যরেখায় খুঁজে ফিরি নব প্রাণের আধার।


অল্পকিছু রোদ

অল্পকিছু রোদ বেঁচেছে অল্পকিছু আলো
পৃথিবী জোড়া অন্ধকারে মন হয়েছে কালো
ভালোবাসা হারিয়ে গেছে বুকের মাঝে ফাঁকা
দুনিয়াটা ঘুরছে পিছে যার পকেটে টাকা
অহরহ খাচ্ছে মানুষ ঘুষের বিরিয়ানি
দুর্নীতি ও অর্থপাচার করছে শুনি জ্ঞানী 
দেশের কথা ভাবছে কে? কেউ কি জানি?
অন্তরে যার দেশ ভক্তি এমন মানুষ খানি
পথ পাশে দাঁড়িয়ে আছি আসবে জ্বেলে আলো
সেই প্রতীক্ষায় সারা বেলা সন্ধ্যাটা ও গেলো।।


স্মৃতির গাঁথুনি চুঁয়ে

জীবনের স্বপ্ন গুলো বিকিয়ে যায় সস্তা দরে
অপূর্ণ ইচ্ছে গুলো ভেসে বেড়ায় শহুরে নর্দমায়,
বাস্তবতার মুখোমুখি বসে হারানো বসন্ত খুঁজি
স্মৃতির আকাশে ধুপ জ্বালিয়ে কুয়াশা সরাই,
দেখি সুখের আল্পনা আঁকা গোধূলিতে, অতীত!
পূর্ণিমা রাত আসে, সারি সারি তারা জ্বলে নিভে
দু'চোখ বেয়ে অশ্রু ঝরে স্মৃতির গাঁথুনি চুঁয়ে,
আঁধার নেমে আসে কৃষ্ণচূড়া গাছের মগ ডাল বেয়ে
সুখ স্মৃতিরা ফিকে হয় গহীন আঁধারে মিলায়।

মনের অলিন্দে দোল খায় অভিশপ্ত স্মৃতিকণা 
নিরন্তর উপহাস শুনি ব্যথতার রোজনামচা গুনে,
তোমাকে জিতিয়ে আমি পরাজয় মেনে নিয়েছি
তুমি জিতে গেছো! আমি হেরেও জিতে গেছি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ