সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

'দেখা হয় দেখা হয়ে যায়'


পাঞ্চালী মুখোপাধ্যায়

দেখা হয় ,দেখা হয়ে যায়,তোমায় আমায়-
নিভৃত কোন নিরালা কোণে,কবিতা মনের আন্তরিক কোন সন্ধিক্ষণে।
দেখা হয়ে যায় বেলা অবেলায়, চেনামুখে বা অপরিচয়ের আড়ালে,
কোন ঋতুর আঙিনায় ,মহোৎসবের উচ্ছ্বাসে বা নিরালায় ভাটায় সাবলীল স্রোতে ভেসে যাওয়ায়,দেখা হয়, দেখা হয়ে যায়.... 
দেখা হওয়ার কোন তিথি নেই ,নেই কোন শুভ নক্ষত্রযোগ,আকাঙ্খার একান্ত অবসরে দেখা হয়,দেখা হয়ে যায়.....
অন্তিম ধূসর মুহূর্তের কালো তমিস্রায় প্রাণ জেগে রয় অন্য কোথাও অন্য কোন জীবনের আশ্বাসে,দেখা হবে,দেখা হয়ে যায়.....


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ