সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতা- স্বাধীনতার শপথ জাগুক

 

 

মৌসুমী চট্টোপাধ্যাায় দাস


স্বাধীনতার রক্তমাখা শহীদবেদির প্রান্তে বসে
নবীন কিশোর, ভাব দেখি, চললে পরে অঙ্ক কষে
সেই যুবরা আজ কি পেতে একটা গোটা নিজস্ব দেশ?
আজ কি পেতে নিজের ভাষায় জেদ প্রকাশের বোধ উন্মেষ?
না পেতে না৷ তাই তো তাঁদের স্মরণ কর নম্র চিতে,
রক্ত দিয়ে  শক্ত করে গাঁথল যারা দেশের ভিতে৷
শ্যামল সবুজ ওই পতাকায় সূর্য উষার ছড়াক আভা,
স্বাধীনতার সুপ্রভাতে অশ্রুভেজা স্মরণ সভা
জাগাক মনে নতুন আশা, এগিয়ে চলার শপথ জাগুক,
প্রতি শিশুর অন্তরেতে স্বাধীনতার আগুন লাগুক৷

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ