সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

সাকিব হোসেন নাঈমের কবিতা




প্রেম

সাকিব হোসেন নাঈম 



প্রেম সে এক অমূল্য সুখের নাম।

প্রেম সে এক দুর্বিষহ যন্ত্রণার নাম।

প্রেম জীবকে হাসায়,

পৌছে দেয় সুখের নির্জন অরন্যে।

প্রেম জীবকে কাঁদায়, 

ফেলে দেয় দৈন্যের অতল গহ্বরে। 

প্রেম একটি মুদ্রার সদৃশ-

একপাশে সুখের সাদা মেঘ,

বিপরীতে সর্পদংশনে নীল বেদনা।

আর জীবের সখ্যতা নীলের সাথেই, সাদায় নয়।

প্রেম এক জীবন্ত অনুভুতির নাম,

জীব সে অনুভুতি অনুভবের কাঙাল।

প্রেম স্বল্পদৈর্ঘ্য জীবনকাল নিয়ে জন্মায়। 

সে নির্জনে থাকা পক্ষীকূলের ন্যায়।

মনুষ্যজীবে প্রেমের আয়ু হ্রাস পায়, 

তাই সে ছটফটিয়ে মারা যায়।

প্রেমের মৃত্যুতে যুগল দায়ী নয়, 

দায়ী একজন, সে কে তা

প্রেম ছাড়া কেউ জানেনা। 

একতরফা বাঁচানোর চেষ্টা প্রেমের মৃত্যুকষ্ট বাড়ায়, 

আর যুগল চেষ্টায় জীবনকাল।

আমি বলি প্রেমের খুনি একজনই। 

যে একাই প্রেমকে বাঁচাতে চেষ্টা করে, 

মৃত প্রেম তারও মৃত্যু কামনা করে।


সুবিদপুর, নলছিটি, ঝালকাঠি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ