সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

আষাঢ়ের কবিতা- কালো মেঘের ভেলা



কালো মেঘের ভেলা 

হুমায়রা বিনতে শাহরিয়ার 



ঘুম ঘুম চোখে হাটতে 

বেরিয়েছি,কানে ইয়ারফোন।

আর্টসেলের দুঃখ বিলাসে ডুবে আছি!

রাস্তার ধারে হেঁটে চলছি।

পিছন থেকে এক ধাক্কা 

এলো, বাতাস আমায় ঠেলে নিয়ে গেলো বহুদূর! 

আকাশের দিকে তাকিয়ে দেখি 

কালো মেঘেরা ছেঁয়ে আছে। 

দৃষ্টি সরাতেই এক পশলা বৃষ্টি

আমায় ভিজিয়ে দিলো!

ভূতের মতো দাঁড়িয়ে আছি। 

বৃষ্টি কি হবার কথা ছিলো?


কালো মেঘের ভেলাকে জিজ্ঞেস করলাম, নিবে কি আমায় তার সঙ্গে?

গর্জন করে না বলে দিলো।

মনের কষ্টে হেঁটে চলছি; বাড়ি ফিরতে হবে যে।

হঠাৎ মনে পড়ল, আজ আষাঢ়ের প্রথম দিন।      

এ যে আষাঢ়ের বারিধারা; বর্ষাকাল চলছে।

এক পিছুটান অনুভব করলাম, কেউ ডাকছে!

পিছনে ফিরতেই সব ধূলো ধূলো!

কেউ তো নেই!

তবে কালো মেঘের ভেলা আমার কথা রেখেছে!

দেরিতে হলেও তার সঙ্গে নিয়েছে।

খুব খুশি হলাম।


খিলখিলিয়ে হাসতেই দেখি, কিছু গেলো চোখে?

চোখ খুলতেই সব ভ্রম দূর হলো।

আহা, সব যে স্বপ্ন ছিল! 

এক পশলা বৃষ্টির শব্দ-

 আমার কান্না ছিলো!

 কালো মেঘের ভেলা-

 আমার মন খারাপের কারন ছিলো !

এক পশলা বৃষ্টি ভেজা সকাল

আমার মন খারাপের দিনকে ধুয়ে মুছে দিলো!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ