সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

স্বাধীনতা : জয়ের গানে - সবার প্রাণে

 

 

ড. সেকেন্দার আলি সেখ

স্বাধীনতা একটা নদী রক্ত দিয়ে জান-বিলিয়ে কেনা
স্বাধীনতা লাখো-শহীদ মিটিয়ে গেছে জন্মভূমির দেনা
স্বাধীনতা অশ্রুজলে- আত্মত্যাগে লাল সবুজের ছবি
স্বাধীনতা আমজনতার স্বপ্ন-সুখে স্বাধীন দিনের রবি l 

স্বাধীনতা শহর-হাটে,গ্রামের মাঠে বোমা যেথায় ফাটে
স্বাধীনতা দেশেরবুকে লাশের পাহাড় শান্তসবুজ বাটে
স্বাধীনতা ছাত্র- যুব- তরুণ মন  বাংলা মায়ের ভাষায়
স্বাধীনতা তরুনেরা দিয়েছে জান মিষ্টিদিনের আশায় l

স্বাধীনতা বুক-ভরানো সুরে-সুরে পাখিরা রোজ ডাকে
স্বাধীনতা দেশেরনেতা গলা ছেড়ে মিছিলে নেমে হাঁকে
স্বাধীনতা রক্ত-ঝরা পেরিয়ে নদী জীবন জয়ের গান
স্বাধীনতা প্রাণের আশা ভরিয়ে দিয়ে- ছন্দভরা প্রাণ l

স্বাধীনতা দুঃখ -বিপদ গ্লানি মুছে নতুন দিনের আলো
স্বাধীনতা দেশ থেকে মুছে দেওয়া পাপাচারের কালো
স্বাধীনতা শহীদ সোনার স্বপ্ন ছোঁয়া অনুভবের আশা
স্বাধীনতা মনেরসাথে প্রাণেরমিলন,নতুন ভালোবাসা l 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ