সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

তবু আশা জাগে




 তবু আশা জাগে

 বকুল আকতার দরিয়া


জেনে গেছি এই শহর আমার নয়

জেনে গেছি আকাশ ফরসা হ'লে

আমার বুকের পাঁজর ভেদ করে

ডাক দেবে পালিত মোরগ

জানি এও আমার নয়

তবুও আশা জাগে-- দুর্দিন

দু'টুকরো ক'রে আনবো সুগন্ধ

জোনাকির আলোয় খুঁজে নেব পথ

খোলা মাঠ নেই, হোটেলে বসাব মিটিং

রাতের কুয়াশার ঠেকাব

বৈরী শীতের নিষ্ঠুরতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ