সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

রবি রায়হানের কবিতা



 শুকতারা

রবি রায়হান


লক্ষ কোটি তারার মাঝেই

একটি তারা জ্বলে,

সেই তারাকে সব মানুষে

 শুকতারা যে বলে,

আকাশ পটে জ্বলছো তুমি

শুকতারা ঐ হয়ে,

এ বাংলার আকাশ বাতাস

  হাসে তোমার জয়ে,

নদী নালা সাগর পাহাড়

সবই তোমার চেনা,

উড়ছো তুমি বাতাস হয়ে,

 কোথাও নেই মানা,

দেশ দিয়েছো লাল সবুজে

  পতাকার সম্মান

সেই পতাকা খামচে ধরে

 ঘাতকের সন্তান,

ভয় পেওনা পিতা আমার

 দেশের ক্ষতি নিয়ে,

আছে তোমার নির্ভিক সেনা

  রুখবে রক্ত দিয়ে,

যত করুক ফন্দি ফিকির

  ঘাতকের দোসর,

এই দেশেতে পড়বে না তো

 হায়ানার আছর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ