সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

ইবনুল রাহতের কবিতা-শেষ পত্রটি



ইবনুল হোসেন রাহাত

হঠাৎ করে একটি রাতে! 

তুমি পড়ে আছ তোমার ঘরের কোনো কোণে । 

তোমাকে ডেকে যায় সারাক্ষণ,

তুমি দেওনা সাড়া বলে।

তুমি থেকে যাও তোমার সেই নিরব অস্তিত্বে। 

তুমি তোমার সেই প্রিয় ডায়েরীটাই নিয়ে-

একটি মোমবাতি জ্বালিয়ে টেবিলের ওপরে।


সুদিনের দেওয়া কারো সেই উপহারের কলম দিয়ে-

তুমি তোমার ডায়েরিতে লিখছ নানান রকম ছন্দ। 

তুমি ভুলে গেছ যেন তোমাকে কেউ খুঁজছে,

এ যেন আপনত্বের গন্ধ!

তুমি গভীরে গিয়ে তোমায় ডায়েরির পাতাটা শেষ করছ। 

হঠাৎ করে বজ্রপাত শুরু হয়ে, 

ধেয়ে এলো এক কঠিন ঝড়। 


তোমার মনে চঞ্চল উৎফুল্ল, 

তবুও মনের গোপনে বিষন্নতা বর্বর!

তুমি খুব গভীর মনোযোগে,

তোমার সেই অগোছালো কাব্যে। 

বাহিরের বজ্রপাতের কঠিন শব্দে,

কাড়ছে না তোমার অনুযোগ সন্ধিক্ষণে।

তুমি ব্যস্ত তোমার নীতিগত ভাবনায় ডুবে,

তোমার লেখা কাব্যের ছন্দ সাজাতে!


১৯৪,উকিল পাড়া, পিরোজপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ