সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

ছবির গল্প-দলছুটো শৈশব


দলছুটো শৈশব 



ষাঢ়ের শেষ শেষ। বৃষ্টির ফোটা ঝরে অবিরত। কখনো কখনো বৃষ্টি রোদের খেলা। জানলায় চোখ রাখলে মনটা ছটফট করে। জানালার গ্রীলে বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা। বাইরের উঠনো স্যাঁতস্যাঁতে কাঁদামাটির ঘ্রাণ। ডানপিটে শৈশব, দুরন্তপনার উল্লাসে মেতে থাকার সময়। ফুটবল খেলা কিংবা কাঁদায় গড়াগড়ি খাওয়ার সময়। তবুও বাবার কড়া নিষেধ। স্নেহের আড়ালে চোখ রাঙিয়ে বলেছেন,"বাইরে এক পাও দিয়েছো কি ঠ্যাঙ ভেঙে ফেলবো। মায়ের কাছে আবদারেরও সুযোগ নেই। তাই তো চুপি চুপি বা ফেলে তাদের চোখের আড়ালে নিমিষেই জাদু দেখানোর পালা। এ যাদু চোখের পলকেই নিমিষেই উধাও হয়ে যেতে হবে। 


এক দৌড়ে পেছনের বাগানে, সেখানে বন্ধুরা অপেক্ষা করছে।এ এক অদ্ভুত টান। বন্ধুরা খোঁচা মেরে বলবে,কি করবি বল? কেউ বলবে চল ফুট বল খেলি। অথবা কেউ বলবে নানা চল ঝাপি দিয়ে মাছ ধরি। যে বলা সেই কাজ,আবারো চুপি চুপি ঘরে গিয়ে রান্নাঘর থেকে মায়ের রান্নার একটা ঝাপি নিয়ে আসতে হবে। তারপর আবার এক ছুঁট। 


এক দৌড়ে পুকুর পাড়ে,অথবা যেখানে বৃষ্টির পানি উঠেছে। এভাবেই কিছুক্ষণ মাছ ধরাধরি, মাছ ধরা শেষে এই মাছ কোথায় রাখা হবে সেই নিয়ে চিন্তা। কেউ বলে মাছগুলোকে  বোতলে রাখতে হবে। 


কিন্তু বোতলে রাখলে তো মাছ মরে যেতে পারে। 

কেউ বলে বোতল ফুটো করে রাখতে হবে। 

সবাই খিল খিল করে হেসে ওঠে। মাথায় চাঁটি মেরে বলে-আরে গাধা, কিছুই শিখলি না? বোতল ফুটো করলে তো বোতলের পানি পড়ে যাবে। 

মাথায় চাঁটি খেয়ে ব্যাথা পেয়ে মাথা ডলতে ডলতে সে উত্তর দেয়,আরে বোকা, উপর থেকে ফুটো করতে হবে। এবারো সবাই হাঁসে। 

একজন বুদ্ধিমানের মতো হেসে হেসে বলে-বোতলের মুখ খোলা রাখলেই তো হয়। 

এভাবে চলে সিদ্ধান্তের রদবদল। 


পরক্ষনেই চিন্তা মাথায় আসে। মাছ রাখার জন্য একটা পুকুর খোঁচা যায়। তবে এই পুকুর বিশাল পুকুর না। এক হাতে পাঁচ আঙুল ছড়ালে যত বড় হয় ততটুকু। শুধু কি পুকুর বানালেই হবে? সঙ্গে আরো ভালো কিছু সাজসজ্জারও দরকার আছে। ছোট ছোট গাছের পাতা এনে পুকুরের সৌন্দর্য বর্ধন। 


এভাবেই চলে ওদের খেলা।হঠাৎ করে চোখ যায় রাস্তার দিকে। বাবা আসছেন,হাতে নিয়ে লম্বা ছাতা। শুধু আসছেন না, একপ্রকার দৌড়ে দৌড়েই আসছেন। সবাই একসাথে দল ছুট। কিছুক্ষণ দৌড়ে বোতল ভরা মাছের কথা মনে পড়লে, পিছন ফিরে সেই বোতল আনতে গিয়ে প্রায় ধরা পড়ে যাওয়া। এবার ভোঁ ছুট!  বাবাও আসছেন ছাতা হাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ