সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

আরিফুল আকাশের কবিতা




পল্লীবাসী  

আরিফুল ইসলাম আকাশ 


কেনো বলছো ভ্রাতা পল্লীবাসী অজ্ঞ,

খোঁজ নিয়ে দেখো তারাই যে বিজ্ঞ।

করিয়া নগরীর রঙ্গ অট্টালিকায় বাস,

কেন করেছো তোমার মনের সর্বনাশ।

নগরী হতে পল্লী নেইকো পিছিয়ে,

বরং রয়েছে  সদা তারাই এগিয়ে।

একবার এসেই দেখনা পল্লী গাঁয়ে,

এখানে রয়েছে কত সাহিত্য ছড়ায়ে।

এ পল্লীর বাচ্চারা ঘুমিয়ে যায় চাঁদের গানে,

ভেঙ্গে যায় ঘুম কোকিলের গান শুনে।


যাদের শস্যর দানা করিয়া ভক্ষন মিটাও মনের আশ,

কিভাবে কর তাদের সর্বনাশ?

ওহে রঙ্গ নগরী বল আমায়? 


তারা তো  চায় নাহি কড়ি, চায় একটু মান,

কেনো কর তাদের বার বার অপমান।

বল বলহে রঙ্গ নগরী ?

করিয়া নগরির রঙ্গ অট্টালিকায় বাস,

কেনো করছো তোমার হৃদয়ের সর্বনাশ।


এই পল্লীতেই হয়েছে জন্ম বহু বিজ্ঞদের।

তারাই তো দেখেছে প্রকৃতির আসল যৌবন।

একবার এসেই দেখো পল্লী গায়ে,

এখনে রয়েছে কত সাহিত্য ছড়ায়ে।

মণীষিদের জীবনী করএ তালাস,

পল্লীতে তারাই করতো বসবাস।

        বলিনি ঝুট ভ্রাতা,

এ মাঠের রাখাল হলো খোদার মিতা।


যাদের ছোঁয়ায় পাথরে ফুটিলো ফুল,

ফুল বিলাসী তুমি করছো তাদের অপমান।

যাহাদের ছোয়া লেগে মরুর বুকে করে সবুজের খেলা,

তুমি তাদের করেছো কেনো হেলা ?

প্রকৃতির শত বাঁধায় ফেরেনি নীড়,

রেখেছে চির উচ্চ মম শির।

উচু-নিচু, ধনী-গরীব এ ভেদমান,

এ শুধু হৃদয় এর ব্যবধান।

একই রক্তে মাংশে গড়া,

আমাদের এই দেহ খানা।

কবি নজরুল মিথ্যা বলেননি ভাই।

এ হৃদয়ের চেয়ে বড় কোনো কাবা মন্দির নাই।


নলছিটি, ঝালকাঠি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ