সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতা- ভাষাহীন মেয়েটি

 


লুনা রাহনুমা

জন্মের পর থেকে অনেকবছর কথা বলেনি মেয়েটি 
বোবা হয়েই জন্মেছে বোধ হয়, বলেছে অনেকে। 

আধুনিকা মা গালের ব্লাশন ঘষে হালকা করে, আর 
পিতার আঙ্গুল ধরে মেয়েটি যায় সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে। 

সাতটি বছর মেয়েটা চারপাশ থেকে শিক্ষা নেয় 
তার কৌতুহলী দুইচোখ আর খরগোশের মতো খাড়া কানদুটি 
শব্দ- বর্ণ- উচ্চারণ- স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের খেলায় পটু হতে থাকে। 

টিভিতে সেদিন যখন ২১শে ফেব্রুয়ারির গান বাজছিলো 
তখন মায়ের মোবাইলে হিন্দি সিরিয়াল, আর 
বাবার ফোনে চলছিল ইংরেজিতে তুমুল আলাপ। 

আপন মনে পরিষ্কার গলায় মেয়েটি টিভির সাথে গলা মেলায়- 
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
…. আমি কি ভুলিতে পারি?"
   


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ