সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতা-মহাকবি মাইকেল

 

 সেকেন্দার আলি সেখ


মহাকবি মাইকেল দেশ ছেড়ে দূরে
কাব্য নাটক লেখেন বহু দেশ ঘুরে
বিদেশে পাড়ি দেন-- হতে বড় কবি
ইংরাজি ভাষাতেই এঁকে যান ছবি l

মহাকবি মাইকেল ইংরাজি লিখে
বিশ্বে নামটা কেনেন দূরে দিকে-দিকে
তাঁর  কাছে প্রিয় ছিল ইংরাজি ভাষা
বাইরন- কীটস হবেন মনে ছিল আশা l

ইংরাজি মেধাতেই  লিখে যান কবি
কাব্য-নাটকে আঁকেন নাটকীয় ছবি
কবির স্বপ্ন ভাঙে---- দারিদ্রের টানে
বাংলাতে ফিরে আসেন মা-মাটির গানে l

তাঁর ছিল সেরা মেধা, বুকে ছিলো আশা
বেঁচে আছে বিদেশে-দেশে সেই ভালোবাসা
সৃষ্টিধারায় কবি মাইকেল -- থাকবেন বেঁচে
বাংলার মাটি  সেই সুরে ওঠে আজও নেচে l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ