সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবির দায়িত্ব

 



মোঃ আরিফুল ইসলাম আকাশ



কবিতা মানেই কিছু শব্দের বা ছন্দের ফুলঝুরি নয়।

কবিতা লিখতে হলে সমাজের 

দায়বদ্ধতা নিয়েও লিখতে হয়।

সমাজের সকল, সকল চিত্র ই 

তুলে  ধরতে  হয়।

হৃদয়ের মাঝে যেন ডর ভয় নাই।

হে কবি ভ্রাতা-

করি তোমায় আহ্বান,

সমাজের সকল অকর্ম তুলে ধরতে গিয়ে হয়েও না কখনও পিছু টান।

মনে রেখ -

হে আমার ভ্রাতা,

আমরাই তুলে ধরবো সকল যাতা।

যখন হয়েছি  আমরা সৈনিক কলম, 

তবে হতে দিবো না সমাজে অনিয়ম। 


মনে রাখিও -

হে আমার ভাইয়েরা,

সমাজে পরিবর্তন আসবে,

আমাদের  কলমের  দ্বারাই। 

সকল কবি যদি হই একবার সোচ্চার,

তবে আসবেই সমাজে সৎ বিচার। 

দূর্নীতির ধারত্ত্ব হও যদি এক তিল,

তবে বুঝে নিও?

সাহিত্যর বদ্ধ দ্বারের খোলেনি এখন খিল।

সমাজের জীর্ণ ব্যক্তিটাকে যদি করো উৎপ্রাস, 

তবে বুঝিও এ তোমার ই মনের সর্বনাশ!


কবি হয়ে শুধু ফুলকে ভালোবাসলেই নয়,

ফুল গাছের আগাছা পরিস্কার ও করতে হয়।

কবি হয়ে যদি তুমি  মানো,

গোলাপ কে প্রেমের প্রতীক। 

আর কচুটি ফুলকে করো উৎপ্রাস,

সে হবে তোমার কবিত্বের সর্বনাশ।

গোলাপকে নেও বুকে তুলে,

 ঘাষ ফুল মারো পিষে।

গলা উঁচিয়ে বাগিচায় দাঁড়িয়ে, 

বল ভালোবাসি সকলেরে।

এ তো পুরোই মিছে,

ক্ষণিক আগে মারলে একজনরে পিষে!


সমাজের অন্যায়, অত্যাচার ও অনিয়ম -

যদি তোমার কলমে ফুটে উঠে ব্যাতিক্রম।

তবে বুঝে নিও হে আমার অন্তরঙ্গ ভ্রাতা-

হতে পারো তুমি ও মহাকবি পন্ডিত, 

তবে তুমি অর্জন করতে পারোনি কবিত্ব।


কবিতা মানেই কিছু শব্দের ছন্দের, 

ফুল ঝুরি নয়।

কবিতা লিখতে হলে সমাজের, 

দায়বদ্ধতা নিয়েও লিখতে হয়।


 

নলছিটি, ঝালকাঠি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ