সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

শিশুর জীবন গড়তে হলে

 



শিশুর জীবন গড়তে হলে 

গোবিন্দ মোদক 


বিজ্ঞ জনে বলেন শিশু নরম কাদা মাটি

ভালো মন্দ বোঝেনা তাই মনটা সোনা খাঁটি। 

তাইতো তাকে সঠিক ভাবে গড়তে হবে ভাই 

ধর্ম পথে মতি রেখে কাজটি করা চাই।।



আজকে যারা ছোট্ট শিশু কালকে হবে বড়ো 

সাধ্য মতো তাদের জন্য সঠিক রাস্তা গড়ো।

ছোটবেলায় ওদের দিও খেলাধূলার মাঠ

একটু বড়ো হলেই দিও প্রথম সহজ পাঠ।।



পিতামাতার ভালোবাসায় ওদের করো বড়ো 

মানবতায় দক্ষ হবে এমন করে গড়ো।

ওদের মনে বুনতে হবে কল্পনারই  জাল 

রাখবে মনে আগামী দিনে ওরা দেশের হাল।।


সেই জন্যই দেওয়া চাই নানা রকম শিক্ষা 

ভালো মন্দ ঠিক বেঠিক ন্যায় নীতির দীক্ষা। 

ওরাই হবে দেশের আশা দশকে রাখবে ভালো 

ধীরে ধীরে ওদের মনে দেশপ্রেমকে জ্বালো।।



ওরা শিখবে ভালোবাসতে থাকবে জীবে দয়া 

গুরুজনে শ্রদ্ধা- ভক্তি প্রেম-প্রীতি মায়া। 

ধর্মে মতি হলে ওদের দেশটা হবে আলো 

মানবতার উন্নয়নে মুছেই যাবে কালো।।


পশ্চিমবঙ্গ,ভারত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ