সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

আবু সাঈদ ইমনের কবিতা



একটি সকাল

আবু সাঈদ ইমন 


মৃদু হাসির সাথে রোজ একটি সকাল

এটার জন্যই তো ছিল এত অপেক্ষা 

হাসিমাখা মুখে হাতটি আলতো ছুঁয়ে

বলবে এই উঠ, সকাল হল।


চায়ের চুমুকে অপলক দৃষ্টিতে 

তাকিয়ে থাকব মায়াভরা তোমাকে

মান অভিমান যত থাকুক সব

যোগ বিয়োগে কেটে দেব


তোমার দু'হাতে আমার দুহাত 

গুঁজে দিয়ে বলব চলনা " আকাশ দেখি"

পাখির কিচিরমিচির শব্দে 

ভাসিয়ে যাবে চারিদিক। 

নিসর্গশোভার সৌন্দর্য দেখে

মুগ্ধ হব দুজনে অবিরত।


মিশে যাব প্রকৃতির সাথে, 

আকাশ দেখতে দেখতে বিগত রাতের

সব ক্লান্তি ভুলে যাব।

সকাল উপভোগ করব তোমায় ভালোবাসে।

আর তুমি হবে সে সকালের রাণী 

কারণ তুমি ছাড়া সকালটা ব্যর্থ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ