সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

একজোড়া প্রেমজ ছন্দনামা- আদনান সহিদ

 

 

::অধরা সম্রাজ্ঞী::

কতো দিন দেখিনি সে সম্রাজ্ঞী
কপালের গভীর লালে
ছুঁইনি তার শীতার্ত চিবুক
সফেদ ঘন কুয়াশা গলে
তবু-
এতো দিন বন্ধক রেখেছি 
আবেগ হৃদয়ান্তে
ছুটিয়ে দিয়ে গেল সে
এসে এসে এই বসন্তে।

কিংশুক,শিমুল ছোঁয়ায়
সম্বিৎ ফিরে আসে
ঝরা পাতা ফুঁ দিয়ে সরাই,
আড়মোড়া ভাঙে
বর্ণিল প্রেমের বীজ,
অনঙ্গ হৃদপালক
সুড়সুড়িয়ে বলে উঠে-
সে আমার,আমি তার 
চূড়ান্ত মনসিজ।


::প্রেমজ্বর::

বেনোজলে বাঁধা আছে
লাল নীল মাছ
আকাশেতে শরীরচর্চায়
লেজসহ ঘুড়ি, 
ঝরঝর পাতা ঝাড়ে
পর্ণমোচী গাছ
আমি তবে তোমায়
কোথা নিয়ে ঘুরি?
শরীরেতে প্রেমযোগ
মুদ্রায় নাচ,
অবশেষে ফাগুন জ্বরে
স্বপ্নীল পুড়ি!
---------------------------------------


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ