সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতার নাম: কবিতায় লেখা তুমি"



 আজফার মুস্তাফিজ


কবিতায় লেখা তোমাকে, কবি কোনোদিনই পাবে না।

স্মরণীয় স্মৃতি, স্মরণীয় মানুষ!
এসেছিলে, অভিমানী গোলাপ কলির মতো।
ফুটবে না, আবার হঠাৎ প্রস্ফুটিত। 

তোমাকে যদি পেয়েই যেতাম
বিশ্বাস করো, আর লেখা হতো না। 
তোমার ঠোঁটেই শ্বাসের অভাবে সময়ের মৃত্যু হতো।

বিদায়ের মুহূর্তে আর কথা হলো না,
নীল কালো ঝাপসা বার্তালাপে
হৃদয়ের ধ্বংসস্তুপ থেকে কুড়িয়ে আনা শব্দ দ্বারা আমি তাকে থামাতে পারিনি।

বর্তমানে আমি ভালোবাসা বিক্রি করে, সেই মূল্যের জমিতে শব্দের চাষ করেছি।
গোলাপ কলির মতো শব্দগুলোও অভিমানি,
ঠোঁটে লেপ্টে লুকোচুরি খেলে! 
হয়তো আরো কিছু চায়?

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ