সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

আব্দুল্লাহ আল মিরাজের কবিতা



শূন্যবহাল

আব্দুল্লাহ আল মিরাজ



আমি এক শক্তিকে পরাজিত করিতেছি,

বোধ হয় সে খুব দুর্লভ!

আবেগে পীড়িত আমি দুর্বল!

দেখেও যেন দেখা হয় না,

অজান্তেই রাতের শেষ প্রহরে তাড়া করে অযথা!

স্মৃতির বাক্সে কেবল হাহাকার,

কেউ একজন রিক্সার পাশোর সিটে-

ছায়া হয়ে দিব্যি বিদ্যমান!

কেমন যেন বাঁচাল স্বভাবগত;

কোলাহল না যেন বাতাসের আওয়াজের মত!

দিনের আলোতে দেখা মেলে এভাবেই;

অদৃশ্য হয়েই সে আসে মস্তিষ্কের চিত্রেই!

রাতে যেন তার কিসব পুরোনা কথা ভেসে আসে;

আজ অব্দি নিয়ে ১০০দিন আগে-

যেন সে দেবী আর আমি সন্ন্যাসী তার মন্দিরে!

এগুলো ভোলার মত নয়;

কেন তা রটে কেনই বা চলে যায়?

সে ফিরে আসে না;

এ এক নিষ্ঠুর বাস্তবতা!

বহু বছর বাদ;

মনের সাথে এক কঠিন সংঘাত!

খুঁজেছি পুরোনো ডায়েরীর পাতায়;

কি যেন লিখেছিলাম অর্ধকাল!

আমি আজ একা হয়েছি-

অনেক শব্দের ভীড়ে!

সব দেখি বুঝি;

তবুও কেন তার নাম শূন্যবহালে?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ