সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

যাতনা

 


যাতনা

এম এ হালিম 


আমার ইচ্ছা ছিল তুমি নীলাকাশ হবে,

যেথায় থাকবে না কোনো কালোমেঘ,

থাকবে শুধুই অনাবিল স্বচ্ছতা। 


যদি কালো জলধারা জমে যায়,

তবে বৃষ্টি হয়ে নেমে যাও।

ধুয়েমুছে নিয়ে যাও,

জমছে ধরায় যে জঞ্জাল। 


তুমি ফ্লাড হয়ে পাড়ি দিলে

বিন্দু পরিমান যাতনা ছিল না দিলে।

চলে যেতো ভেসে, ছিল যত খড়কুটো। 

অবসানে দিতো কিছু পলি।


তুমি এসেছো কালো মেঘে, 

আলোকশূন্যতা দিয়েছো ঢেলে।

সকাল-সন্ধা ঝরছো রিমঝিম। 


না যাচ্ছে কিছু ধুয়ে মুছে, 

না দিচ্ছো অন্য প্রান্তে যেতে।

পথ-ঘাট প্রান্তর  নাস্তানাবুদ করে,

দিনদিন যাতনা দিচ্ছো বৃদ্ধি করে।


শিক্ষার্থী 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ